এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন—সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিএনপিকে এ বিষয়ে একমত হতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম।
বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ফাহাম বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার সংবিধানিক বাধ্যবাধকতা রাখার যেই আলোচনা, সেটা তারেক রহমানকে কেন্দ্র করেই। বলার অপেক্ষা রাখে না।
তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতির যে চল, আমি ধারণা করি, বিএনপির ভেতর তাকে বলার কোনো মানুষ নাই যে বলবেন, আপনি এটাতে রাজি হয়ে যান। আমি নিশ্চিত যে তিনি নিজেই বিএনপিকে রাজি হতে নির্দেশ দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘আমি তারেক রহমান ও বিএনপিকে ধন্যবাদ দিতে চাই। বাংলাদেশের মানুষ আপনাদের কাছ থেকে এ রকম বড়ত্ব ও আপসমূলক আচরণ দেখতে চায়।
বাংলাদেশের রাজনীতিতে এই ম্যাচিউরিটির প্রয়োজন অপরিসীম।