ঢাকা | বঙ্গাব্দ |

যশোরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন, ব্যাহত টিকা দান কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
ছবিঃ সবুজ বাংলাদেশ ছবির ক্যাপশন: ছবিঃ সবুজ বাংলাদেশ
ad728
নিয়োগবিধি সংশোধন ও ইন সার্ভিস ট্রেনিংসহ ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেছেন। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।
স্বাস্থ্য সহকারীরা জানান, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী এই কর্মবিরতি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত প্রতিদিন চলবে। তাদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক ও সমমান সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১৪তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদানের দাবি।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নেতারা জানান, গত ৮ জুলাই তারা সিভিল সার্জন অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন। তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুই মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা পুনরায় কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া স্বাস্থ্য সহকারীরা বলেন, “আমাদের ন্যায্য দাবি মেনে না নিলে কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করা হবে।”


যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ তারিক হাসান (রকি)


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স