ঢাকা | বঙ্গাব্দ |

দুর্গাপূজার ছুটি শেষে বেনাপোলে ফিরলো কর্মচাঞ্চল্য আমদানি রফতানি শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
ছবিঃ সবুজ বাংলাদেশ ছবির ক্যাপশন: ছবিঃ সবুজ বাংলাদেশ
ad728
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। দীর্ঘ ছুটি শেষে বন্দর এলাকায় ফিরে এসেছে কর্মচাঞ্চল্য ও অর্থনৈতিক গতিশীলতা।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল থেকে এ কার্যক্রম চালু হয়। এদিন সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভারতীয় বিভিন্ন পণ্যবাহী অন্তত ১০টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। তবে এ সময়ের মধ্যে বাংলাদেশ থেকে কোনো পণ্য ভারতে রফতানি হয়নি।
স্থানীয় ব্যবসায়ী ও আমদানিকারকরা জানান, কয়েক দিনের বন্ধের ফলে বন্দরে ফাইল কাজ, পণ্য পরিবহন ও কাস্টমস কার্যক্রমে কিছুটা চাপ সৃষ্টি হলেও এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সিদ্ধান্তে গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়।
অন্যদিকে, বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ভারতের দুর্গাপূজার সরকারি ছুটির কারণে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। তবে শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম আবারও স্বাভাবিক হয়েছে।

যশোর  প্রতিনিধিঃ মোঃ তারিক হাসান (রকি)



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স