ঢাকা | বঙ্গাব্দ |

৫ দফা দাবিতে যশোরে মাধ্যমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2025 ইং
সবুজ বাংলাদেশ ছবির ক্যাপশন: সবুজ বাংলাদেশ
ad728
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও সহকারী শিক্ষকদের নবম গ্রেডে যোগদান বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) যশোর জেলা শাখা।

রোববার দুপুরে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও সংগঠনটির জেলা শাখার যুগ্ম সম্পাদক মো. জামাল উদ্দিন লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে সরকারি মাধ্যমিক শিক্ষায় পদ শূন্যতার চিত্র অত্যন্ত উদ্বেগজনক। সারা দেশে সিনিয়র শিক্ষক ২ হাজার ৫০০, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ২৫০, সহকারী প্রধান শিক্ষক, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী বিদ্যালয় পরিদর্শক ৫২৫, প্রধান শিক্ষক ৩০০, জেলা শিক্ষা কর্মকর্তা ৩৩ এবং বিদ্যালয় পরিদর্শক ও সহকারী পরিচালক ২০ ও উপপরিচালক ১০টি পদ শূন্য রয়েছে।

এ অবস্থায় সরকারি মাধ্যমিক প্রতিষ্ঠানের ১৫ হাজার শিক্ষক-কর্মকর্তার বিপরীতে পদোন্নতিযোগ্য পদ রয়েছে মাত্র ৪ শতাংশ। ফলে ৩৩/৩৪ বছর চাকরি করেও অধিকাংশ শিক্ষক কোনো পদোন্নতি ছাড়াই অবসরে যাচ্ছেন। অনেক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ওপর নির্ভরশীল থাকলেও পদোন্নতির উদ্যোগ নেওয়া হচ্ছে না। সরকারি মাধ্যমিকের ছয় হাজার শিক্ষক টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থেকেও বঞ্চিত।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অন্যান্য দপ্তরে সমমর্যাদার পদগুলো প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পেলেও সরকারি মাধ্যমিক শিক্ষকদের ক্ষেত্রে তা বাস্তবায়িত হয়নি। এই বৈষম্যের অবসান দাবি করেন বক্তারা।

বাসমাশিসের দাবি সরকারি মাধ্যমিক শিক্ষকদের জন্য স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সহকারী শিক্ষকের যোগদান পদ নবম গ্রেডে উন্নীত করা, আঞ্চলিক উপপরিচালকদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংস্কার, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সব শূন্য পদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল দ্রুত প্রদান।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী ১০ কার্যদিবসের মধ্যে এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ না নিলে বিভাগীয় পর্যায়ে কর্মসূচি, স্মারকলিপি প্রদানসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন, শিক্ষক নেতা নূরুল ইসলাম, কামরুজ্জামান, শায়লা নার্গিস শাওনসহ বাসমাশিস যশোর জেলা শাখার নেতৃবৃন্দ ই

যশোর জেলা প্রতিনিধি।। 
মোঃ তারিক হাসান (রকি) 



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স