ঢাকা | বঙ্গাব্দ |

মবে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2025 ইং
সালাহউদ্দিন আহমেদ। ছবির ক্যাপশন: সালাহউদ্দিন আহমেদ।
ad728
বিএনপি ‘মব’ সংস্কৃতির বিরুদ্ধে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সাবেক সিইসি কে এম নুরুল হুদার মব ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ডিসিপ্লেনারি অ্যাকশন নেবে দল বলে জানিয়েছেন তিনি।

আজ সোমবার গণমাধ্যমককে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

মব নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, গতকালের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা।


যদি বিএনপির যে কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত থাকে, তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লেনারি অ্যাকশন (শৃঙ্খলাবিরোধী ব্যবস্থা) আমরা নেব- এটা আমাদের (বিএনপি) অবস্থান।
তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেপ্তার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়ায় আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে এটা আমরা প্রত্যাশা করি। তবে তার ওপরে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না।

গতকাল রাতে উত্তরার বাসা থেকে সাবেক প্রধান কেএম নুরুল হুদাকে জনতা ঘেরাও করে তার গলায় জুতার মালা পরিয়ে দেয়।


তার ওপর নাজেহাল করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স