ঢাকা | বঙ্গাব্দ |

দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল হক বেপারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৪ মে) রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নূরুল হক বেপারী উপজেলার নারিশা পশ্চিমচর লঞ্চঘাট এলাকার বান্দু বেপারীর ছেলে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল রবিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

তিনি আরো জানান, ‘ছাত্র-জনতার আন্দোলন দমনে ভূমিকা রাখায় নূরুল হক বেপারীর বিরুদ্ধে দোহার থানায় ও রাজধানীতেও মামলা রয়েছে। সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স