সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি কঠালতলী দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে বনরুপায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানুনুর রশিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমার হাফিজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম তালুকদার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এই সরকারের ছত্রছায়ায় গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন দেশে ধারাবাহিকভাবে মব সৃষ্টির মাধ্যমে মানুষ হত্যা করছে। সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে গড়ে তোলা হচ্ছে ভয়ংকর মব বাহিনী।
৭১ এর পরাজতি শক্তিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচনকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি ও অঙ্গ সংগঠন সকল ষড়যন্ত্র রুখে দিতে মাঠে রয়েছে বলে জানান বক্তারা।
Talha