ঢাকা | বঙ্গাব্দ |

যশোরে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় মামলার তিন আসামি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
সংগৃহীত ছবি ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি
ad728
যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান (২৫)-এর ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
মামলার আসামিরা হলেন, আশ্রম রোড এলাকার যুবলীগ নেতা কামাল হোসেন তুহিনের দুই ছেলে রাতিন ও রোহান, টিকি ক্লিনিক এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে আল-আমিন, কামাল হোসেন তুহিন ও তার ভাই দেলোয়ার হোসেন সুহিন, আশ্রম রোডের মইন উদ্দিন, তার স্ত্রী সাথী, টুনুর ছেলে জাফর এবং পুলেরহাট এলাকার শেখ মাসুমের ছেলে শেখ পিয়াস। মামলাটি করেছেন সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজান চৌধুরী।
আটককৃতরা হলেন, মইন উদ্দিন, তার স্ত্রী এবং পিয়াস। তবে প্রধান অভিযুক্ত রাতিনসহ অনেকে এখনো পলাতক।
মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিটি কলেজের শিক্ষার্থী আদর নির্বাচনী প্রচারণার জন্য মোটরসাইকেলে আশ্রম রোড এলাকায় যাচ্ছিলেন। এ সময় রাতিন, রোহানসহ আরও কয়েকজন তার মোটরসাইকেল আটকে তাকে মারধর করেন। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে ছাত্রদল নেতা সোহান সেখানে গেলে আসামিরা তার ওপর হামলে পড়ে। অভিযোগে উল্লেখ রয়েছে, তুহিন সোহানের মাথায় অস্ত্র ঠেকায় এবং অন্যরা তাকে জাপটে ধরে রাখে। এরপর রাতিন ও রোহান পরপর ছুরিকাঘাত করে। এসময় সোহানের মোবাইল ফোন ও সঙ্গে থাকা ৪১ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দেবাশীষ হালদার জানান, এ মামলার তিনজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
ছাত্রদল নেতা সোহানের ওপর হামলার খবর পেয়ে হাসপাতালে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক(খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। রাতে শহরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
স্থানীয়রা জানান, এর আগেও তুহিন, সুহিন ও তাদের সন্তানদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। আওয়ামী লীগ সরকার আমলে তারা ক্ষমতার প্রভাব দেখিয়ে এলাকায় নানা অপকর্ম করেছে বলেও স্থানীয়দের অভিযোগ।


যশোর প্রতিনিধিঃ মোঃ তারিক হাসান (রকি)


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স