প্রথম আসরে অংশগ্রহণ করেছে গাজীপুর ও খুলনার নির্বাচিত টিম। সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
২৭ অক্টোবর বিকেলে টেপবল বিপিএল-এর আকর্ষণীয় ট্রফি উন্মোচন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওসার আহমেদ। পাশাপাশি উপদেষ্টা মোঃ সারোয়ার হোসেন আকুলসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ক্রীড়াবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টেপবল বিপিএল-এ খেলাকে উৎসাহিত করতে প্রতি ম্যাচ শেষে সেরা খেলোয়াড়কে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।
আয়োজক কমিটির দৃঢ় প্রচেষ্টায় ধারাবাহিক ভাবে সফল একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আসরের শক্তিশালী দুই দল শরীয়তপুর দুরন্ত ফাইটার্স ও খুলনা টাইগার্স।
টানটান উত্তেজনাপূর্ন ম্যাচে প্রথমে ব্যাটিং-এ নেমে ২০ ওভারে ২০৮ রানের বিশাল স্কোর পায় খুলনা টাইগার্স। জবাবে শরীয়তপুর দুরন্ত ফাইটার্স ১৮৯ রান করতে সক্ষম হয়। ফলে ১৯ রানের ব্যবধানে জয় পায় খুলনা টাইগার্স।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ দলের সাবেক দুই ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও খালেদ মাসুদ পাইলট। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের বোলিং কোচ তারেক আজিজ খান।
ম্যাচ জুড়ে দূর্দান্ত পারফরম্যান্স করে ম্যান অফ দ্যা ম্যাচ বিজয়ী হয় শুক্কুর আলি।
ম্যাচ জুড়ে দূর্দান্ত পারফরম্যান্স করে ম্যান অফ দ্যা ম্যাচ বিজয়ী হয় শুক্কুর আলি।

দারুন উত্তেজনাপূর্ন ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হলো টেপবল বিপিএল -এর প্রথম আসর। ধারাবাহিক ভাবে ভবিষ্যতে আরো বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা আছে বলে আয়োজক কমিটি হতে জানা যায়।
স্থানীয় তরুণদের স্বপ্ন—এই আয়োজন প্রতিবার নিয়মিতভাবে অনুষ্ঠিত হোক এবং জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়ুক টেপবল বিপিএল-এর সাফল্য।
Talha