নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরখান চাঁনপাড়া এলাকায় নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
আজ রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজউক জোন-২/১ এর আওতায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নকশা বহির্ভূত কয়েকটি ভবনের আংশিক অংশ অপসারণ করা হয়। উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, ঢাকাকে আরও বাসযোগ্য নগরীতে পরিণত করতে রাজউক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন-২/১ আওতাধীন উত্তরখান চাঁনপাড়া এলাকায় নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে রাজউকের নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অংশ অপসারণ করা হয়। এ সময় ভবন মালিকরা অবশিষ্ট অংশ নিজ উদ্যোগে ভেঙে অপসারণ করার অঙ্গীকারে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ভবিষ্যতে যাতে কেউ রাজউকের অনুমোদন ছাড়া নকশাবহির্ভূত ভবন নির্মাণ না করতে পারে, সে লক্ষ্যে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। রাজউকের উচ্ছেদ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া।
এছাড়াও কয়েকটি ভবনের মালিক রাস্তায় জায়গা দখল করে র্যাম্প তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। রাস্তার জায়গা দখল করে র্যাম্প নির্মাণ করে মানুষ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
স্থানীয় লোকজন জানান, নকশা বহির্ভূত ভবনে নিয়মিত এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করবে না। রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করার সাহস করবে না।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউক জোন- ২/১ এর পক্ষে অথরাইজড অফিসার মো: হাসানুজ্জামান, সহকারি অথরাইজড অফিসার সাজ্জাদ হোসেন, প্রধান ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।
Talha