ঢাকা | বঙ্গাব্দ |

জামায়াত ও এনসিপি বিএনপিকে ঠকাতে চাচ্ছে : গোলাম মাওলা রনি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2025 ইং
ছবিঃ সংগৃহীত ছবির ক্যাপশন: ছবিঃ সংগৃহীত
ad728

জামায়াত ও এনসিপি বিএনপিকে ঠকাতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এ মন্তব্য করেন তিনি।

রনি বলেন, রাষ্ট্রশক্তি এবং রাষ্ট্রশক্তির সহযোগী এনসিপি ও জামায়াত। তারা সবাই মিলে বিএনপিকে ঠকাতে চাচ্ছে।

ড. ইউনূসকে জনগণ বসিয়েছে একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে, সুন্দর একটি নির্বাচন করবেন এবং নির্বাচনের আগে পুরো দেশে স্টেবল একটা অবস্থা আসবে। কিন্তু উনি এনসিপি নামে একটি দল করবেন, সেই দল প্রমোট করবেন। আবার উনি এই ২০-২৫টির মতো কিংস পার্টি করবেন। কিংস পার্টিগুলো তদারকি করার জন্য জামায়াতের মতো একটা শক্তিশালী দলকে মুরব্বি নিয়োগ করবেন।

এ পুরো প্রক্রিয়াটি বিএনপির বিরুদ্ধে কাজ করবে। এ জিনিসগুলো আমরা কখনো কল্পনা করিনি। আমাদের জনগণও কল্পনা করেনি। ফলে একটার পর একটা বৈসাদৃশ্য ঘটছে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, মব জাস্টিস, মব ভায়োলেন্স— এগুলো বাংলাদেশে কখনো ছিল না। গত ১১ মাসে ওনারা (সরকার) একটা কথা বলেছেন আর সেই কথাটা বাস্তবায়িত হয়েছে, এ রকম একটা সিঙ্গেল নজির আমি দেখিনি। তারা সব সময় একটা ভাইব তৈরি করেছে এবং মানুষজনকে একটা মিথ্যা আশ্বাস দিয়েছে এবং সেসব প্ল্যান- প্রোগ্রামের  একটার পর একটা বলে যাচ্ছে। যে কথাগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

তিনি আরো বলেন, যেটা পলিটিশিয়ানরা করে না, সেটা আমাদের মানবিক করিডর বলেন, সেন্ট মার্টিন দ্বীপ বলেন, নির্বাচন বলেন, ডিসেম্বর থেকে সেই জুনের মধ্যে নির্বাচন হবে, এটা হলে ওটা হতে পারে, ওটা হলে এটা হতে পারে— এসব কথাবার্তা আসলে রাজনীতির ময়দানে চলে না।

এ জিনিসগুলোই সরকার করছে। ফলে কী হচ্ছে? আজকের পুরো প্রশাসনিক সিস্টেম, রাষ্ট্রের কাঠামো, রাজনীতির যে কৃষ্টি ও কালচার, রাজনীতির বিশ্বাস, সভ্যতা, ভব্যতা এবং সামনে এগিয়ে যাওয়ার বাঙালির যে অদম্য ইতিহাস রয়েছে, এটা পেছনে চলে যাচ্ছে। জামায়াত '৪৭ সাল থেকে প্রতিটি ক্রাইসিস মোমেন্টে মারাত্মক ভুল করেছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স