নির্বাচন যত দেরিতে হবে, বাংলাদেশ তত পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘নির্বাচন না হলে বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না।’
সোমবার (৭ জুলাই) সিলেট নগরের পাঠানটুলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জনসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন না হলে আমাদের ছেলেদের কর্মসংস্থান বাড়বে না, আমার মা-মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে।
মব জাস্টিস বাড়বে। জুডিশিয়াল সিস্টেম আরো ভেঙে পড়বে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো ভেঙে পড়বে।’
দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন।
শত্রু অনেক, বাধা দিতে চায়, আটকাতে চায়; দেরি করতে চায়। আমাদের সেগুলো পাড়ি দিতে হবে।’
বিএনপির ৩১ দফাই বাংলাদেশের ভবিষ্যৎ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা আমাদের তরুণ, যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।
আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। সে জন্য আমরা বিএনপি থেকে ৩১ দফা দিয়েছি। এই ৩১ দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ, নতুন বাংলাদেশের স্বপ্ন। যে স্বপ্ন আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘আমরা কি চিরকাল পেছনে থাকব, চিরকাল সেই নিচু হয়ে থাকব? আমরা সামনের দিকে এগোতে চাই।
আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে। তারা এখন সামনের দিকে এগোতে চাই। সে জন্য বিএনপিকে দায়িত্ব নিতে হবে। সেই নেতৃত্ব দিতে হবে। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে স্বপ্ন আমাদের দেশনেত্রী খালেদা জিয়া দেখেছেন। আমাদের তরুণ নেতা তারেক রহমান দেখাচ্ছেন।’
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমুখ।
Talha