জাতীয় দলের সাবেক ফুটবলার শরিফুজ্জামান শরীফ বলেছেন, বিএনপির পাখার নিচে গত কয়েক বছর যারা বড় হয়েছে, উত্তাপ নিয়েছে তাদের একটা বিরাট অংশ এখন দেখতে পাচ্ছি রাজনৈতিক সুবিধার কারণে বিএনপির ডানাটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কোনো না কোনো ভাবে বিএনপিকে কোণঠাসা করে তারা তাদের পলিটিক্যাল যে পারপাস আছে সেটিকে বাস্তবায়ন করতে চায়। গতকাল রবিবার একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এটা অনেকটা সম্ভব।
কোথাও কোথাও সম্ভব। আপনি এ টু জেড পারবেন না। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে প্রচারণাগুলো হচ্ছে, একটা উদাহরণ দেই। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ এল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেলে বর্তমান সরকারের সমালোচনা করেছে এবং এটা ভাইরাল হয়ে গেল।
কিন্তু তারপরে নিউজ এল যে মির্জা ফখরুল ইসলামের কোনো ছেলেই নাই। কিন্তু সেই নিউজটা ভাইরাল হলো না। অর্থাৎ এখানে প্রপাগান্ডাটা খুব পরিকল্পিতভাবে প্রচার করা হচ্ছে।
কয়েকদিন আগে মহাখালীতে একটা হোটেলে বিএনপির পরিচয়ে, যুবদলের পরিচয়ে একদল মাস্তান হামলা করেছে।
এবং তাদের ভেতর থেকে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। এখন বিএনপি কিন্তু একটা পলিটিক্যাল পার্টি। সে কিন্তু গভমেন্ট না। তার হাতে কিন্তু ল' ইনফোর্সমেন্ট গ্রুপগুলো নেই। তো বিএনপি তার কাজটি করল।
সাবেক এ ফুটবলার বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের একটা অংশ যা খুশি তাই করছে। বিএনপির কোনো নির্দেশ, সিদ্ধান্ত মানছে না। এটাকে অস্বীকার করা যাবে না। আওয়ামী লীগ বিএনপির যতটুকু ক্ষতি করেছে এই নেতাকর্মীরা তার থেকে বেশি ক্ষতি করছে।
কিন্তু দেখা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এই অপরাধীদের দমন করার ক্ষেত্রে যে ধরনের একশন নেওয়া দরকার, কেন যেন প্রশাসন সেই জায়গাটায় একেবারে হাত গুটিয়ে থাকছে। আমি ধারণা করি, এর ভেতর থেকে একটা অংশ চাইছে বিএনপির এই যে বেপরোয়া কর্মীরা তারা তাদের অপরাধের মাত্রাটা আরো যত বিস্তৃত করবে আরো যত হিংস্র হয়ে উঠবে ততই বিএনপিকে কোণঠাসা করা যাবে।
তিনি বলেন, এই ভাবনাটা তাদের যারা গত দেড় দশকে বিএনপির পাখার নিচে উত্তাপ নিয়ে নানা রকমের ঝড়ঝাপটা থেকে নিজেদেরকে নিরাপদ রেখেছে। তারাই এখন বিএনপির রাজনীতি, বিএনপি দলের সবথেকে বড় শত্রু হিসেবে আমার চোখের সামনে ভেসে উঠছে।'
Talha