চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরে দুর্বৃত্তের গুলিতে মো. সেলিম (৪০) নামের এক যুবদলকর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে কদলপুর ঈশান ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম কদলপুর ইউপির ৬নম্বর ওয়ার্ডের শমশের পাড়া এলাকার আমীর হোসেন প্রকাশ ছোট বাইল্যার ছেলে।
নিহতের মামা মো. রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন ‘সেলিম ইসলামিয়া নতুনপাড়া এলাকায় নতুন বাড়িতে থাকতেন পরিবার নিয়ে।
পুরাতন বাড়ি শমশের পাড়ায় এলাকার একজন মুরব্বির জানাজায় আসেন। বেলা ১১ টায় জানাজা শেষে স্ত্রীকে পেছনে বসিয়ে নিজের নতুন বাড়ি ইসলামিয়া নতুনপাড়ায় ফিরছিলেন। তিনি ঈশান ভট্টের হাট থেকে পরিবারের জন্য ওষুধ কেনেন। বাড়ি ফেরার পথে দক্ষিণ পার্শ্ব থেকে একটি সিএনজি অটোরিকশায় আসা ৫ জনের কালো মুখোশ পরিহিত অস্ত্রধারী তাকে লক্ষ্যে করে গুলি করে।
এতে সঙ্গে সঙ্গে সেলিম ও তার স্ত্রী লুটিয়ে পড়ে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা গুলি করে যেদিকে আবার ফিরে যায়। এরপর স্থানীয় লোকজন সেলিমকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহাজান বলেন ‘ওই ব্যক্তির শরীরে শর্টগানের দুটি গুলি লাগে।
একটি গুলি তার মুখের একপাশে লাগে এবং মুখটি থেতলে যায়। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।’
স্থানীয়রা জানায়, নিহত সেলিম যুবদলকর্মী। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী কদলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জানে আলম প্রকাশ আলমের সহযোগী ছিলেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘রাউজান কদলপুর ইউনিয়নের ঈষাণ ভট্টের হাট এলাকায় সেলিম নামে এক ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে আহত হন।
পরে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’
Talha