ঢাকা | বঙ্গাব্দ |

আওয়ামী লীগ এখন ইতিহাস নয়, প্রাগৈতিহাসিক উপাখ্যান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2025 ইং
গোলাম মাওলা রনি ছবির ক্যাপশন: গোলাম মাওলা রনি
ad728
সামাজিক ও মানসিক আতঙ্ক তৈরি হয়েছে, যেখানে দলটির নাম উচ্চারণ করাও অনেকের জন্য ভীতিকর হয়ে দাঁড়িয়েছে।

রনি বলেন, ‘আওয়ামী লীগের জীবনচক্র আজ এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে মনে হয় এটি অতীতের একটি উপাখ্যান মাত্র। সভ্যতার ইতিহাসে যেমন প্রাগৈতিহাসিক যুগ ছিল, ঠিক তেমনি এখন আওয়ামী লীগ যেন ইতিহাসের আগের কোনো নাম।


এর কোনো অর্জন, গর্ব, চিহ্ন—কিছুই অবশিষ্ট নেই।’ সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আজকে কেউ যদি শোনে তার বাবা আওয়ামী লীগ করতেন, সে সঙ্গে সঙ্গে তার পিতৃপরিচয় ভুলে যেতে চায়। কেউ যদি বলে, ওই লোকটা আওয়ামী লীগ করে, সঙ্গে সঙ্গে সে যেন দৌড় দেয় পেছনে না তাকিয়ে।


এটি এমন এক সামাজিক আতঙ্ক, যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ—এই শব্দগুলো শুনলেই মানুষ সরে দাঁড়ায়।’
রনি আরো অভিযোগ করেন, বর্তমানে যদি কাউকে ‘আওয়ামী লীগ’ আখ্যা দেওয়া হয়, তাহলে তার ঘরবাড়ি, কারখানা, স্ত্রী, সন্তান, এমনকি ব্যক্তিগত সম্পদও বিপদের মুখে পড়ে। যেন তিনি একজন সাধারণ নাগরিক নন, বরং রাষ্ট্রের শত্রু। তিনি এই অবস্থাকে প্রাগৈতিহাসিক নিষ্ঠুরতা হিসেবে বর্ণনা করেন, যেখানে আইন ও ন্যায়বিচারের সব পথ বন্ধ হয়ে যায়।


রনি বলেন, ‘আওয়ামী লীগ এখন এমন এক লাশ, যাকে তাৎক্ষণিকভাবে দাফন করা হচ্ছে না। বরং একটি কফিনে রেখে মানুষকে দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, যেন কেউ আর এই দলের নামও না নেয়। এই দৃশ্যমান নির্মমতা মানুষকে শিক্ষা দিতে চায়—আওয়ামী লীগের নামই যেন নিষিদ্ধ হয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘ঠিক যেমন আধুনিক যুগে শহরে মৃত্যু হলে কফিনে করে লাশ ফ্রিজে রাখা হয়, ঠিক তেমনি আওয়ামী লীগ নামক লাশকেও রাখা হচ্ছে জনসমক্ষে—প্রতীক হিসেবে, আতঙ্ক ছড়ানোর হাতিয়ার হিসেবে।’ রনি প্রশ্ন করেন, আওয়ামী লীগ কি এখানেই শেষ? নাকি এটি ফিনিক্স পাখির মতো আগুন থেকে উঠে আবার জেগে উঠবে?

তিনি মনে করেন, যদি রাজনীতি আদর্শ ও চেতনার ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ একটি মূল্যবোধ, একটি রাজনৈতিক ঐতিহ্য, যা মুছে ফেললেও মানুষের মস্তিষ্কে, স্মৃতিতে, ইতিহাসে থেকে যাবে।


তার ভাষায়, “যদি সভ্যতার ধারায় চিন্তা করি, তাহলে আওয়ামী লীগের নাম, তার ইতিহাস, তার অবদান ভুলে যাওয়া সম্ভব নয়। হয়তো কোনো একদিন আবার ‘জাগো বাহে’ স্লোগানের মধ্য দিয়ে এ দল জেগে উঠবে।

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স