ঢাকা | বঙ্গাব্দ |

আলোচনার জন্য 'পুরোপুরি প্রস্তুত' থাকলেও যুদ্ধবিরতির প্রস্তাবে সংশোধন চায় হামাস

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
গাজার উত্তরাঞ্চলের আল-শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো দেখছেন এক ফিলিস্তিনি ব্যক্তি ছবির ক্যাপশন: গাজার উত্তরাঞ্চলের আল-শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো দেখছেন এক ফিলিস্তিনি ব্যক্তি
ad728
গাজায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে "ইতিবাচক সাড়া" দিয়েছে হামাস।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে যে তারা "অবিলম্বে আলোচনায় অংশ নিতে পুরোপুরি প্রস্তুত"।

আলোচনার বিষয়ে অবগত একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেন, হামাস আলোচনা প্রস্তাবের সাধারণ কাঠামো মেনে নিলেও কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধন চেয়েছে।

এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি গ্যারান্টি চেয়েছে যে ২০ মাসের যুদ্ধ স্থায়ীভাবে শেষ করতে আলোচনা ব্যর্থ হলেও যুদ্ধ আবার শুরু হবে না।


ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে এর আগে তারা এই ধরনের দাবি মানতে অনাগ্রহ দেখিয়েছে।


সূত্রঃ বিবিসি নিউজ বাংলা


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স