ঢাকা | বঙ্গাব্দ |

চৌগাছায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
ছবিঃ সবুজ  বাংলাদেশ ছবির ক্যাপশন: ছবিঃ সবুজ বাংলাদেশ
ad728
চৌগাছায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ডিভাইন সেন্টারে দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয়।
উপজেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির আলোচনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেরা নাজমুল মুন্নি।
আলোচনা করেন যশোর জেলা বিএনপির সদস্য ও চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, চৌগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী দফাদার, চৌগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, ঝিকরগাছা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মমিনুর রহমান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন,৭ নভেম্বরের তাৎপর্যকে ধারণ করে আমাদের সামেনর দিকে এগিয়ে যেতে হবে। দেশ থেকে স্বৈরাশাসক বিতাড়িত হয়েছে, ধীরে ধীরে দেশ এখন গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী বছরের প্রথম দিকে উৎসবমুখর পরিবেশে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি একটি দল সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে গভীর চক্রান্ত শুরু করেছে। সকলে ঐক্যবদ্ধ থেকে তাদের চক্রান্তকে রুখে দিতে হবে

যশোর প্রতিনিধিঃ মোঃ তারিক হাসান (রকি)


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স