যশোরে ইজিবাইক চালকের হাতে আরেক চালক নিহত হওয়ার ঘটনায় ঘাতক আশরাফুল ইসলাম আশাকে আটক করেছে পিবিআই যশোর। আশার জবানবন্দি গ্রহণের পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঘটনা ঘটেছিল গত শনিবার, যশোর শহরের আশ্রম রোড সংলগ্ন রামকৃষ্ণ আশ্রমের সামনে। কথাকাটাকাটির এক পর্যায়ে আশরাফুল ইসলাম আশা কাঠ দিয়ে আঘাত করেন অপর ইজিবাইক চালক জাহিদুল ইসলামকে, যিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের ছোট ভাই অহিদ শেখ বাদী হয়ে রাতেই যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তভার পিবিআই যশোরের কাছে হস্তান্তর করা হয়।
পিবিআই যশোরের তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) রতন মিয়া বলেন, “আশা ঘটনাস্থলে ইজিবাইক পরিষ্কার করছিলেন। জাহিদুল তার ইজিবাইক চালানোর জন্য অপেক্ষা করছিলেন। আশার কাজ দীর্ঘ হওয়ায় রেগে গিয়ে তিনি লাঠি দিয়ে আঘাত করেন, যা মৃত্যু ঘটায়। পরে র্যা ব-৯ এর সহযোগিতায় তাকে আটক করা হয়।”
আটক হওয়ার পর আশাকে যশোর আদালতে সোপর্দ করা হয়। বিকেলে জবানবন্দি গ্রহণের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক I
যশোর প্রতিনিধি।।
মোঃ তারিক হাসান (রকি)
Talha