ঢাকা | বঙ্গাব্দ |

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের প্রার্থী ঘোষণা সভাপতি সাবু ও সম্পাদক গফুর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-এ অংশ নিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তাদের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রার্থীর নাম ঘোষণা করেছে। সভাপতি প্রার্থী হলেন, সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক প্রার্থী এমএ গফুর।
বৃহস্পতিবার আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক দেবাশীষ দাস।
একই সাথে সভায় অন্যান্য পদের প্রার্থী বাছাইয়ের জন্য সিনিয়র আইনজীবী নজরুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, মোহাম্মদ ইসহাক, জাফর সাদিক, আব্দুল মোহাইমেন, মাহাবুবুর রহমান, আাজিজুর রহমান, সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনে খোকন, মঈনুল হক খান ময়না, আমিনুর রহমান, আরিফুল ইসলাম শান্তি, জুলফিকার আলী জুলু, নূর আলম পান্নু, মোস্তাফা কামাল মিন্টু, আলীবুদ্দিন খান প্রমুখ। সভায় আগামী তিনদিনের মধ্যে প্যানেলের অপর প্রার্থীদের চূড়ান্ত করে নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে

যশোর প্রতিনিধি।।
মোঃ তারিক হাসান (রকি)

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স