ঢাকা | বঙ্গাব্দ |

হত্যা মামলার আসামী যুবলীগ নেতা আরিফ মোল্লা কারাগারে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
সবুজ বাংলাদেশ ছবির ক্যাপশন: সবুজ বাংলাদেশ
ad728
রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জিয়াউর রহমান নামের গার্মেন্টস শ্রমিককে হত্যা মামলায় আরিফ মোল্লা নামের যুবলীগ নেতা কারাগারে রয়েছেন।

ডিএমপির উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন হাসান বুধবার (২২ অক্টোবর) রাতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে থাকা আরিফ মোল্লা হলেন, তুরাগের ৫২ নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য। 

এসআই মহসিন হাসান বলেন, 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা ৭ নম্বর সেক্টরের আমির কমপ্লেক্স সংলগ্ন রবীন্দ্র স্মরণী সড়কে জিয়ার রহমান নামের একজন গার্মেন্টস শ্রমিক নিহত হোন। এ ঘটনায় তার স্ত্রী শাহনাজ আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। যার মামলা নং- ০৮(১)২৫। ওই হত্যা মামলার এজারভুক্ত আসামী হলেন যুবলীগ নেতা আরিফ মোল্লা।'


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স