ঢাকা | বঙ্গাব্দ |

নুরুল হক নূরকে হসপিটালে দেখে আসার পর যা বললেন ইশরাক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2025 ইং
সবুজ বাংলাদেশ ছবির ক্যাপশন: সবুজ বাংলাদেশ
ad728
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ, দলের কয়েকজন নেতা। নুরের চেহারায় সেটা স্পষ্ট ভাবে বোঝা যায়। ভিডিও ফুটেজ দেখে এই পর্যন্ত কয়জনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে তা বাংলাদেশের জনগণ দেখতে চায়, জানতে চায়। কোনো বাহিনী বা ব্যাক্তি আইনের ঊর্ধ্বে নয় তা হোক সামরিক অথবা বেসামরিক কোনো ব্যক্তি। নিঃসন্দেহে নুরকে হ*ত্যা করার জন্যই এই আক্রমন করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এবং নুরকে সরকারি উদ্যোগে অতিসত্বর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।  
দোষীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি আজ না হোক কাল হবেই । কিন্তু বর্তমান সরকার  কোন পদক্ষেপ গ্রহণ না করলে এবং নুরের কিছু হলে। সরকারের পিঠের চা*মড়া থাকবে না।


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স