সরকার জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে টিকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহিলাদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার। তিনি বলেছেন, ‘স্বৈরাচার হাসিনা জনগণের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিল, তিনি কিন্তু টিকে থাকতে পারেননি।’
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ‘যারা দলের নাম ভাঙিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজি করবে, তাদের পরিণতি আরো ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।
বিএনপি সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে।’
পরে একটি শোভাযাত্রা আড়াইহাজার বাজার থেকে শুরু হয়। এরপর সেটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কৃষ্ণপুরা পায়রা চত্বর হয়ে আশিক সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়।
Talha