ঢাকা | বঙ্গাব্দ |

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ জয়পুরহাটের ৩ নারী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১৫৮ বোতলসহ জয়পুরহাটের ৩ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে অবস্থিত র‌্যাব-১২ অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মাসুদ রানার স্ত্রী সাথী আক্তার (৩০), একই এলাকার আবু তালেব খানের স্ত্রী আজেদা বেগম (৪৪) ও আব্দুল খালেকের স্ত্রী শারমিন আক্তার (৩১)।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সলঙ্গার সাতটিকরি তালতলা বাজার এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালানো হয়।


এ সময় ওই ৩ নারীকে আটকের পর তাদের কাছ থেকে ১৫৮ বোতল ফেন্সিডিল ও মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এতে আরো বলা হয়, এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়েরের পর আজ বুধবার দুপুরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স