ঢাকা | বঙ্গাব্দ |

নুরকে দেখতে ঢামেকে গেলেন বিএনপি মহাসচিব

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ঢামেক হাসপাতালে যান ফখরুল। এ সময় তিনি নুরের শারীরিক ও চিকিৎসার খোঁজ নেন। 

উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাজধানীর রমনার বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অনেক নেতাকর্মী আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল সোমবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স