ঢাকা | বঙ্গাব্দ |

অব্যাহত সমর্থন নিশ্চিত করতে হলে দ্রুত নির্বাচনের তারিখ দিতে হবে - ড. কলিমউল্লাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2025 ইং
ছবিঃ সংগৃহীত ছবির ক্যাপশন: ছবিঃ সংগৃহীত
ad728
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের সাবেক চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, বিএনপি যদি সমর্থন প্রত্যাহার করে নেয়, তাহলে কি দশা হবে, সেটা সরকারের সহজেই অনুমেয়। সেজন্য কন্টিনিউড (অব্যাহত) আস্থা এবং সমর্থন নিশ্চিত করতে হলে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়াটা অত্যাবশ্যক। 

একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশে এসব কথা বলেন তিনি। 

নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, এত কিছু বলার বলার পরও ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

নতুন নতুন উপসর্গ এসে হাজির হচ্ছে কীভাবে দীর্ঘায়িত করা যায় এই (নির্বাচন) প্রক্রিয়াটিকে। এটা কিন্তু ভালো সাইন না। একটা সময় পর্যন্ত আপনি খেলতে পারবেন বিষয়টি নিয়ে। এরপর আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

এ সময় এনসিপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, আপনি সব জায়গায় পদযাত্রা করলেন, এখানে মার্চ টু গোপালগঞ্জ। এই রিফ্রেস করার কারণে সেখানে এক ধরনের বার্তা গেল। গেলেন বাঘের মতো তর্জন-গর্জন করতে করতে। ফিরলেন কীভাবে? বেড়ালের মতো মাথা নিচু করে ঢুকতে হলো সাঁজোয়া যানে।

আমাদের দেশপ্রেমী সশস্ত্র বাহিনী যদি পুরো নিরাপত্তা না দিতেন, তাহলে অনেকেই মনে করেন অক্ষত দেহে ফিরে আসা সম্ভব হতো না

তিনি আরো বলেন, যে সমালোচনাগুলো উত্থিত হচ্ছে, সেই সমালোচনাগুলো যদি পজেটিভলি নেন, তাহলে মীমাংসার পথ এক রকম হবে। নেতিবাচক হিসেবে নিলে আরেক রকম হবে। আপনি যে পথে এসেছেন, সেটি দৃষ্টান্ত তৈরি করেছে, যারা উত্তরসূরী হিসেবে আসবেন তাদের জন্য। যে পথে আগমন করেছেন, সে পথটাই খোলা আছে। 



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স