ঢাকা | বঙ্গাব্দ |

দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে : সিরাজুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
জেলা বিএনপির সাবেক সভাপতি এবং তিনবারের নির্বাচনী প্রার্থী এম সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, ৫ আগস্টের পর দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে যার ভোট সে দিতে পারবে। জনগণ নিজেদের ইচ্ছামতো ভোট দিতে পারবে, এটা বিএনপির আন্দোলনের ফল।

সম্প্রতি গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিলখী দাখিল মাদরাসা মাঠে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিরাজুল ইসলাম বলেন, ‘বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবার দেশের গণতন্ত্র রক্ষায় যে ত্যাগ স্বীকার করেছেন, তা স্বাধীনতার আগে-পরে কেউ করেনি।


আমরা গণতন্ত্রের জন্য মাঠে আছি, থাকব। সবার জন্য ন্যায়ের ভিত্তিতে একটি রাজনীতি গড়ে তুলতে চাই।’
তিনি আরো বলেন, ‘দরিদ্র পরিবার খেয়ে না খেয়ে সন্তানদের বিএ, এমএ পাস করাচ্ছে, অথচ কর্মসংস্থান নেই। আমি উদ্যোগ নিয়ে শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করব।


এলাকাভিত্তিক বিদ্যুৎ, সড়ক, কালভার্ট সংকট চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যা সমাধানের চেষ্টা করব।’
গোপালগঞ্জ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেতে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সিরাজুল ইসলাম সিরাজ। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই আসনে বড় সুযোগ তৈরি হতে পারে। সেক্ষেত্রে এম সিরাজুল ইসলাম সিরাজ দীর্ঘদিনের পরিচিত মুখ হওয়ায় তৃণমূলে তার একটি নিজস্ব ভোটব্যাংক রয়েছে।

 বিগত নির্বাচনগুলোয় বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও এই আসনে এখনো সাফল্য পাননি সিরাজুল ইসলাম সিরাজ। তবে এবারের নির্বাচনে প্রশাসনের আচরণ পরিবর্তনের সম্ভাবনায় নতুন আশায় বুক বাঁধছেন তিনি। বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এলাকায় লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও স্থানীয় পর্যায়ে মতবিনিময়সভার আয়োজন করে চলেছেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স