ঢাকা | বঙ্গাব্দ |

রিমান্ডে আরো এক আসামি, একজনের দায় স্বীকার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2025 ইং
ছবিঃ সবুজ বাংলাদেশ ছবির ক্যাপশন: ছবিঃ সবুজ বাংলাদেশ
ad728

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ ছাড়া অস্ত্র মামলায় অন্য আসামি তারেক রহমান রবিন দায় স্বীকার করে একই আদালতে জবানবন্দি দিয়েছেন। 

আদালত সূত্রে জানা যায়, শনিবার আসামি টিটন গাজীর ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক নাসির উদ্দিন।

শুনানি শেষে আদালতে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এ ছাড়া রিমান্ড শেষে আসামি রবিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এ জন্য মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. মনির তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। পরে আদালত জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠিয়ে দেন।

এর আগে বৃহস্পতিবার হত্যা মামলায় মাহমুদুল হাসান মহিনের ৫ দিনের ও অস্ত্র মামলায় রবিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। আর পুলিশ অস্ত্র মামলা করে।



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স