ঢাকা | বঙ্গাব্দ |

আসিফ নজরুলের অভিযোগ সত্য নাকি বায়বীয়- প্রশ্ন মাসুদ কামালের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
সম্প্রতি আইন ও বিচার এবং প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে সাংবাদিক সমাজে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। স্ট্যাটাসে তিনি লিখেছেন, উপদেষ্টা পদের জন্য অন্তত পাঁচ থেকে ছয়জন সাংবাদিক ও টক শো আলোচক যোগাযোগ করেছিলেন। তার এই স্ট্যাটাসকে কেন্দ্র করে রবিবার সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় কড়া প্রতিক্রিয়া জানান বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। 

মাসুদ কামাল বলেন, ‘এই ধরনের অস্পষ্ট মন্তব্য পুরো সাংবাদিক সমাজকে সন্দেহের আওতায় এনে দিয়েছে।


নাম না বলার মাধ্যমে তিনি একটি বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করেছেন।’
মাসুদ কামাল জানান, তিনি নিজেও একজন সাংবাদিক এবং নিয়মিত টক শোতে অংশগ্রহণ করেন— ফলে আসিফ নজরুলের উক্ত বিবৃতির আওতায় তার নামও পড়ে যেতে পারে বলে অনেকেই প্রশ্ন করছেন। তিনি বলেন, ‘আমার নিজের ভাই পর্যন্ত জিজ্ঞাসা করেছে, তুমিও কি সেই তালিকায় আছো?’

তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমি কখনো কোনো উপদেষ্টা হওয়ার জন্য যোগাযোগ করিনি, আগ্রহও দেখাইনি। সাংবাদিকতা ছাড়া আমি আর কোনো কাজ শিখিনি।


আমি আমার পেশাগত অবস্থান ও নীতির জায়গা থেকে কাউকে ফোন করে পদ চাওয়ার মতো কাজ করিনি, করবও না।’
ড. আসিফ নজরুলের স্ট্যাটাস প্রসঙ্গে মাসুদ কামাল আরো বলেন, ‘আপনি যদি সত্যিই বলেন যে, কয়েকজন সাংবাদিক উপদেষ্টা হতে তদবির করেছেন, তাহলে তাদের নাম প্রকাশ করুন। না হলে মনে হবে, আপনি আসলে কাউকে খোঁচা দেওয়ার জন্য অথবা নিজের অবস্থান জাস্টিফাই করতে এটা বলেছেন।’

কামাল বলেন, ‘আপনি কি দেশকে সংগঠিত করতে পেরেছেন? আগে আপনার যে গ্রহণযোগ্যতা ছিল সমাজের সেই গ্রহণযোগ্যতা কি এখন আছে? এই সরকার যখন ফেব্রুয়ারি-এপ্রিল-জুনে শেষ হবে তখন আপনি কী করবেন? আপনি আগের পেশায় ঢাকা ইউনিভার্সিটিতে আগের মতো করে যেতে পারবেন? পারবেন না।


’ 
আসিফ নজরুলের উপদেষ্টা পদ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন- ‘যে কাজ আপনি শিখেননি, সেই কাজ আপনি করবেন কেন? আপনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনীতিক না। আপনি কেন উপদেষ্টা পদ গ্রহণ করলেন?’

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স