ঢাকা | বঙ্গাব্দ |

দেশে হঠাৎ নতুন অস্থিরতা : রনি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2025 ইং
গোলাম মাওলা রনি ছবির ক্যাপশন: গোলাম মাওলা রনি
ad728
জুলাই মাসে এসে দেশে আবার হঠাৎ করে নতুন অস্থিরতা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘সাধারণত আমাদের দেশে যা হয় সেটি হলো কোনো একটা সরকারের যে উন্নয়ন সেটার একটা ক্রম উন্নতি থাকে অথবা অবনতি থাকে। সেদিক থেকে ড. মুহাম্মদ ইউনূসের গত ১০ মাসের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা নিয়ে জনগণের যে আশা এবং আকাঙ্ক্ষা ছিল এটি একেবারে রিভার্স বিপরীতমুখে হয়েছে।’

রনি বলেন, ‘আমরা ধারণা করেছিলাম যে, তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব।


বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, সম্মানিত ব্যক্তিত্ব। দেশ-বিদেশে তার অনেক সুনাম সুখ্যাতি এবং তার অসংখ্য বন্ধু রয়েছে। তো তাদের সহযোগিতায় তিনি বাংলাদেশের একটা ব্যাপক পরিবর্তন ঘটাবেন। কিন্তু বাস্তবে সেটা হয়নি।

নানা রকম কর্মকাণ্ডের কারণে তার সম্পর্কে জনগণের যে আস্থা বিশ্বাস এটা ধীরে ধীরে নামতে শুরু করেছে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার যেসব তরুণ মন্ত্রী ছিলেন তারা যেসব ব্যর্থতা অনিয়ম করেছেন, দেখা যাচ্ছে ড. ইউনূসের তরুণ সঙ্গীরা তো বটেই; তাদের যে চাকরবাকর আছে তারাও শত শত কোটি টাকার অনিয়ম করেছে। আইনশৃঙ্খলা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে, ব্যবসা-বাণিজ্য অবনতির দিকে যাচ্ছে। দেশের শিল্প কারখানাগুলোর চাকা ঠিকমতো ঘুরছে না।


কোথাও টাকা নেই, কোথাও গ্যাস নেই, কোথাও দুর্নীতি দমন কমিশনের যন্ত্রণা, কোথাও এনবিআরের যন্ত্রণা, কোথাও কাস্টমসের যন্ত্রণা। সব মিলিয়ে পুরো শিল্প-কারখানা ব্যবসা বাণিজ্য তছনছ হয়ে গেছে। 

‘এরই মধ্যে ড. ইউনূসের সরকার বর্ষপূর্তি নিয়ে তিনটি দিবস ঘোষণা করার চেষ্টা করলেন। এর মধ্যে একটি দিবস হলো নতুন বাংলাদেশ দিবস। অর্থাৎ আগস্ট মাসের ৮ তারিখে যেদিন ড. ইউনূস শাসনভার গ্রহণ করেছেন, ওই দিনটিকে একটি নতুন বাংলাদেশের দিবস ঘোষণা করার জন্য সিদ্ধান্ত হলো।


ব্যাপক সমালোচনা এমনকি উনার যারা ঘনিষ্ঠজন উনার যারা নিয়োগকর্তা সেই ছাত্রসমাজ বিক্ষোভে ফেটে পড়ল।’

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স