বাংলাদেশি যুবক ইব্রাহীমকে (৩৫) গুলি করে হত্যার তিনদিন পর শনিবার (০৫ জুলাই) রাত ৮টায় লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আইনি প্রক্রিয়া শেষে পোরশা সীমান্তের ২৩২ নং পিলার এলাকার কাতলামারী নামক স্থানে বিজিবি-বিএসএফ দুই পক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়। এ সময় পুলিশ, বিজিবি ও বিএসএফ কর্মকর্তা, নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, সাপাহার উপজেলার রোদগ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ইব্রাহীম গত বুধবার রাতে নিতপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।
পরদিন সকালে সীমান্তের ২২৯ মেইন পিলারে কাছে ভারতের অভ্যন্তরে লাশ দেখতে পান স্থানীয়রা। পরে দুপুরে বিএসএফ সদস্যরা এসে লাশটি নিয়ে যায়।
এ ঘটনায় বিজিবি-বিএসএফ এর মধ্যে কথা হলেও বিএসএফ সদস্যরা লাশ নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন। এর একদিন পর বিএসএফ সদস্যরা এর সত্যতা স্বীকার করেন এবং তিনদিন পর লাশ ফেরত দিলেন।
বিষয়টি ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের কম্পানী কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান নিশ্চিত করেছেন।
Talha