ঢাকা | বঙ্গাব্দ |

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে পুলিশের মর্টাল সেল উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2025 ইং
ছবিঃ সবুজ বাংলাদেশ ছবির ক্যাপশন: ছবিঃ সবুজ বাংলাদেশ
ad728
রাজধানীর উত্তরার ১৭ নং সেক্টরের-১৭ বিসিএস প্রজেক্টের সামনে বটতলায় জমিয়ে রাখা মাটির স্তুপ থেকে ভেকু দিয়ে ট্রাকে মাটি সরিয়ে অন্যত্র নেওয়ার সময় একটি মর্টাল সেল পাওয়া গেছে।

বুধবার (২জুলাই) বিকাল ৪ ঘটিকা সময় ড্রাম ট্রাকের ড্রাইভার মোশাররফ (২৮) নামে এক ব্যাক্তি প্রথমে এটিকে দেখতে পায়। প্রথমে বুঝতে না পেরে মর্টাল সেলটি মোশাররফ তার বাসা একালা তুরাগের ফুলবাড়িয়ায় নিয়ে আসে। বিষয়টি সকলের জানাজানি হলে ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে অবহিত করা হয়। পরে তুরাগ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টাল সেলটি উদ্ধার করে। এসময় উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম (পিপিএম) উপস্থিত হয়ে বোমা ডিসপোজাল ইউনিটকে অবহিত করেন। 

পরে বোমা ডিসপোজাল ইউনিট এসে মর্টাল সেলটি নিয়ে যায়।

স্টাফ রিপোর্টারঃ যোবায়ের আহমেদ



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স