ঢাকা | বঙ্গাব্দ |

খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালে পুলিশের এএসআইয়ের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালে মো. মোতালেব হোসেন (৩১) নামে এক এএসআই মারা গেছেন। আজ বুধবার (২ জুলাই) সকালে খাগড়াছড়ি এপিবিএনের বিশেষায়িত ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত এএসআই টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে।

এপিবিএন সূত্র জানায়, মোতালেব হোসেন ময়মনসিংহ শিল্প পুলিশে কর্মরত ছিলেন।


ছয় সপ্তাহের সেকশন লিডার প্রশিক্ষন কোর্সে অংশ নিতে খাগড়াছড়ি এপিবিএন সেন্টারে এসেছিলেন।
খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ডডেন্ট ডিআইজি পরিতোষ ঘোষ জানান, ‘বুধবার সকালে প্যারেড ট্রেনিং চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

তবে হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা ফোন রিসিভ না করায় মৃত্যুর কারণ জানা যায়নি।


হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ওসি আব্দুল বাতেন মৃধা এএসআই মো. মোতালেব হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় অফিসিয়াল প্রক্রিয়া শেষে গ্রামের বাড়িতে পাঠানো হবে।’


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স