খুলনার হরিণটানায় ১৯ হাজার পিস ইয়াবাসহ ওমর ফারুক নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ওমর ফারুক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুস্পকাটি এলাকার বাসিন্দা।
মাদকসহ ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার।
তিনি বলেন, ‘দুপুরে সাতক্ষীরা থেকে একটি বড় মাদকের চালান খুলনা হয়ে ঢাকা যাওয়ার খবর পায় পুলিশ। পরে থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। ওই সময় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৯ হাজার পিস ইয়াবাসহ যাত্রী ওমর ফারুককে আটক করা হয়।’