ঢাকা | বঙ্গাব্দ |

সংখ্যা আনুপাতিক হরে নির্বাচন,যাদের নির্বাচন করার মত প্রার্থী নেই এটা তাদের দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
সংখ্যা আনুপাতিক হরে নির্বাচন :
এইটা একটা ফালতু পদ্ধতি, যাদের নির্বাচন করার মত প্রার্থী নেই তাদের দাবি এটা।
অন্যদিকে -
১। এই পদ্ধতিতে আমি আমার এলাকার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারছিনা, কে আমার এলাকার প্রতিনিধি হবে তাও জানতে পারছিনা। সুতরাং জনগণের সাথে MP দের ভালো সম্পর্কে থাকবেনা ও ওই এলাকার জনগণ কখনোই উপকৃত হবেনা।

২। সংখা আনুপাতিক হারে যাদেরকে দল নির্বাচিত করবে তারা রাজনীতিবিদ নাও হতে পারে।
এক্ষেত্রে সজনপ্রিতি ও টাকার বিনিময়ে MP পদ বিক্রি হবে হরদম।

৩। এই পদ্ধতিতে দেশের মানুষ কখনোই তাদের সমস্যার কথা বলার মতো কাউকে পাবেনা। তখন MP দের আচরণ হবে প্রশাকদের মতন।
আবার MP দের ডাকেও জনগণ সাড়া দিবেনা ফলে পুলিশ ও প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবার মতো শক্তি MP দের থাকবেনা। ফলে হাসিনার ১৭ বছরের মতো স্থানীয় রাজনীতিবিদরা আরো বেশি অবহেলিত হবে।
ফলে স্থানীয় রাজনীতিবিদরা দিনে দিনে রাজনীতি করার আগ্রহ হারাবে।


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স