ঢাকা | বঙ্গাব্দ |

মাত্র ৪৫ শতাংশ রেজিস্ট্রেশনে ৫ লক্ষ শিশুর টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2025 ইং
ছবিঃ সংগৃহীত ছবির ক্যাপশন: ছবিঃ সংগৃহীত
ad728
চাঁপাইনবাবগঞ্জে মাত্র ৪৫ শতাংশ রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর শুরু হয়েছে ৫ লক্ষ শিশুর টাইফয়েড টিকাদান কর্মসূচি। জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৪ লাখ ৯৭ হাজার ১৫৭ জন শিশু ও কিশোরকে এই কর্মসূচির আওতায় প্রথমবারের মতো টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে মাসব্যাপী এই টিকাদান কার্যক্রম। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ৩ লাখ ৪০ হাজার ৯০০ জন এবং কমিউনিটি পর্যায়ে ১ লাখ ৫৬ হাজার ২৫৩ জন শিশুকে টিকা দেওয়া হবে।

গতকাল রবিবার (১২ অক্টোবর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।

সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন বলেন, ‘জেলায় এখন পর্যন্ত শিশুর প্রায় ৪৫ শতাংশের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এ হার কিছুটা কম। দ্রুত রেজিস্ট্রেশনের হার বাড়ানোর জন্য জেলা শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ‘রেজিস্ট্রেশন শিক্ষার্থীদের নিজেদের উদ্যোগে সম্পন্ন করতে হবে। এটি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সম্পন্ন হবে না। প্রয়োজনে অভিভাবক বা শিক্ষকের সহায়তায় রেজিস্ট্রেশন করতে হবে। পাশাপাশি রেজিস্ট্রেশন শেষে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে নির্ধারিত দিনে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে টিকা নিতে পারবে।

শিক্ষার্থীদের বিষয়টি বোঝানোর জন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’ 

শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে শিশুদের দুটি আলাদা গ্রুপ থাকায় সমন্বিত রেজিস্ট্রেশনে কিছু বিলম্ব হচ্ছে। কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম ১ নভেম্বর থেকে শুরু হবে। এখন পর্যন্ত সদর ও ভোলাহাট উপজেলায় রেজিস্ট্রেশনের হার তুলনামূলক ইতিবাচক। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদভিত্তিক প্রচারণা এবং জেলা তথ্য অফিসের মাধ্যমে মাইকিং কার্যক্রম চালানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স