চট্টগ্রামের বাঁশবাড়িয়া (সীতাকুণ্ড) থেকে গুপ্তছড়া (সন্দ্বীপ) ফেরি রুটে নাব্যতা সংকটের কারণে ফেরি ‘কপোতাক্ষ’ আটকে যাওয়ায় যাত্রী ও মালামাল পরিবহনে ভোগান্তি সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর ৫টায় বাঁশবাড়িয়া ঘাট থেকে ফেরিটি যাত্রী ও গাড়ি নিয়ে গুপ্তছড়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু প্রায় এক ঘণ্টা পর গুপ্তছড়া ঘাটের কাছাকাছি একটি খালের মুখে এসে ফেরিটি চরের মধ্যে আটকে পড়ে। ঘাট কাছাকাছি হলেও ফেরি পন্টুনে ভিড়তে না পারায় যাত্রীদের স্পিডবোট, নৌকা ও লালবোটে করে কোনরকমে কূলে নামানো হয়।
কিন্তু কূলে নামার পর কাদামাটির দীর্ঘ চর পেরিয়ে জেটিতে পৌঁছাতে গিয়ে নারী ও শিশুরা মারাত্মক দুর্ভোগে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মায়মুনা বলেন, পন্টুন দিয়ে নামতে হলে ১১ ঘণ্টা অপেক্ষা করতে হতো। তাই বাধ্য হয়ে বিকল্প পথে নামি, কিন্তু নেমেই দেখি হাটু পর্যন্ত কাদা। মহিলা ও শিশুদের পক্ষে ব্রিজ পর্যন্ত পৌঁছানো খুব কষ্টকর।
অন্যদিকে ফেরিতে থাকা প্রায় ২০টি যানবাহন এখনও আটকে আছে। সন্ধ্যার আগে জোয়ার না এলে সেগুলো আনলোড করার সুযোগ নেই বলে জানান ফেরি ‘কপোতাক্ষ’ এর মাস্টার সাইফুল ইসলাম। তিনি আরো জানান, সন্ধ্যার আগে ফেরি নড়ানো সম্ভব না। অথচ ঘাটে সীতাকুণ্ড যাওয়ার জন্য শত শত যাত্রী ও অনেক গাড়ি অপেক্ষা করছে।
উল্লেখ্য, গত দুই মাস ধরে গুপ্তছড়া ঘাটের মুখে ড্রেজিং না হওয়ার কারণে চরের সৃষ্টি হয়েছে। ফলে ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফেরি কর্তৃপক্ষ নিরুপায় হয়ে জোয়ার-ভাটার সময় অনুযায়ী ট্রিপ চালাতে বাধ্য হচ্ছে। এ নিয়ে যাত্রীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ফেরি মাস্টার সাইফুল ইসলাম বলেন, গত কয়েক মাস ধরেই সংশ্লিষ্ট দপ্তরে ড্রেজিংয়ের জন্য জানানো হয়েছে, কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।