ঢাকা | বঙ্গাব্দ |

যশোর বেনাপোলে ৮৩ বোতল উইন ক্রেক্স জব্দ, ভারতীয় ট্রাক ড্রাইভার আটক।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
ছবিঃ সবুজ বাংলাদেশ ছবির ক্যাপশন: ছবিঃ সবুজ বাংলাদেশ
ad728
যশোরের বেনাপোল স্থলবন্দরের ৭নং গেইটের সামনে থেকে ৮৩ বোতল মাদকজাতীয় পানীয় উইন ক্রেক্সসহ এক ভারতীয় ট্রাক ড্রাইভারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

​সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল স্থল বন্দরের ৭নং গেইটের সামনে পাকা রাস্তার উপর থেকে ভারতীয় ট্রাক (যার নম্বর WB-89-3246)-এর চালক আব্দুল মণ্ডলকে (৩৫) আটক করা হয়।

​আটককৃত আব্দুল মণ্ডল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পূর্বপাড়া গ্রামের মোঃ মতিয়ার মন্ডলের পুত্র।

​বিজিবি সূত্র জানায়, ট্রাকটি ভারতে ফেরার আগে তল্লাশির সময় গোপন স্থানে লুকানো অবস্থায় এই মাদকজাতীয় পানীয়গুলো পাওয়া যায়। পরে মাদকসহ ট্রাক ও চালককে হেফাজতে নেয় বিজিবি।

যশোর প্রতিনিধিঃ মোঃ তারিক হাসান (রকি)

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স