যশোরের বেনাপোল স্থলবন্দরের ৭নং গেইটের সামনে থেকে ৮৩ বোতল মাদকজাতীয় পানীয় উইন ক্রেক্সসহ এক ভারতীয় ট্রাক ড্রাইভারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল স্থল বন্দরের ৭নং গেইটের সামনে পাকা রাস্তার উপর থেকে ভারতীয় ট্রাক (যার নম্বর WB-89-3246)-এর চালক আব্দুল মণ্ডলকে (৩৫) আটক করা হয়।
আটককৃত আব্দুল মণ্ডল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পূর্বপাড়া গ্রামের মোঃ মতিয়ার মন্ডলের পুত্র।
বিজিবি সূত্র জানায়, ট্রাকটি ভারতে ফেরার আগে তল্লাশির সময় গোপন স্থানে লুকানো অবস্থায় এই মাদকজাতীয় পানীয়গুলো পাওয়া যায়। পরে মাদকসহ ট্রাক ও চালককে হেফাজতে নেয় বিজিবি।
যশোর প্রতিনিধিঃ মোঃ তারিক হাসান (রকি)