ঢাকা | বঙ্গাব্দ |

এবার চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
ছবি : ভিডিও থেকে নেওয়া ছবির ক্যাপশন: ছবি : ভিডিও থেকে নেওয়া
ad728

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) চিকিৎসা সরঞ্জামাদি তৈরির কারখানা অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইলস লিমিটেডে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫টি ইউনিট কাজ করছে। তিন ঘণ্টা ধরে কাজ করলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই আগুন লাগে।

ভয়াবহ এই আগুনের ঘটনায় ইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ৫ নং সড়কে ওই কারখানা। সেখানে পাঁচশতাধিক কর্মী কর্মরত ছিলেন। তবে আগুনে হতাহতের কোনো খবর জানা যায়নি।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের আগ্রাবাদ কার্যালয়ের কর্তব্যরত কর্মকর্তা জানান, কারখানার ৮তলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। দুপুর ২টা ১০ মিনিটের দিকে এই আগুন লাগে। ওই সময় থেকে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট আসতে শুরু করে।

বিকেল ৫টা পর্যন্ত ৬টি স্টেশনের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। আগুন ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়েছে।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, ৮ তলা ভবনের মেডিক্যাল ইকুইপমেন্ট তৈরির কম্পানির সপ্তমতলায় আগুন লাগে। পরবর্তীতে তা ছয়তলায় ছড়িয়ে পড়ে।

এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর মিরপুর রূপনগর শিয়ালবাড়ী এলাকায় প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এই আগুনে ১৬ জন পুড়ে মারা যান। তাদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এর মধ্যে ১০ জনের মরদেহ গতকাল সন্ধ্যা পর্যন্ত শনাক্ত করেন স্বজনরা। ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে এসব মরদেহ হস্তান্তর করা হয়।



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স