ঢাকা | বঙ্গাব্দ |

উত্তরায় সড়কে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল ট্রাক, ৩ জন নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবিঃ সংগৃহীত ছবির ক্যাপশন: ছবিঃ সংগৃহীত
ad728

রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে ট্রাকচাপায় সড়কে দাঁড়িয়ে থাকা তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৯ জুন) ভোররাত আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, ‘রাজধারীর উত্তরার আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা কয়েকজনের ওপর একটি ট্রাক উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা যান।

পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরো একজন পুরুষ মারা যান।’

তিনি আরো বলেন, ‘নিহত তিনজনের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স