ঢাকা | বঙ্গাব্দ |

সোয়া ১৪ ঘণ্টা পর স্বাভাবিক দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2025 ইং
ছবিঃ সংগৃহীত ছবির ক্যাপশন: ছবিঃ সংগৃহীত
ad728

টানা সোয়া ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। নৌরুট পরিস্থিতি অনুকুলে আসায় আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল পৌনে ৭টা থেকে সেখানে লঞ্চ চলাচল শুরু হয়। 

এর আগে, এ নৌপথের পাটুরিয়া প্রান্তে যমুনা নদীতে স্রোতের পাশাপাশি বড় বড় ঢেউ ও পানির প্রবল পাঁক সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে নৌ দুর্ঘটনা এড়াতে গতকাল বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য সেখানকার সকল লঞ্চ চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লউটিএ-এর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম লঞ্চ চলাচল চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'টানা সোয়া ১৪ ঘণ্টা লঞ্চ সার্ভিস বন্ধ থাকার পর পরিস্থিতি অনুকুলে আসায় আজ সকাল ৬টা ৪৫ মিনিট থেকে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।'

বতর্মান দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মোট ১৮টি লঞ্চ চলাচল করছে বলে তিনি জানান।


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স