ঢাকা | বঙ্গাব্দ |

সখীপুরে যৌথবাহিনীর অভিযানে বন বিভাগের ১৩ একর জমি উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে যৌথ বাহিনীর অভিযানে দীর্ঘদিন ধরে দখলে থাকা বন বিভাগের গেজেটভুক্ত ১৩ একর জমি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে গঠিত যৌথ টিমের সহযোগিতায় জমিটি উদ্ধার করা হয়। বহেড়াতৈল রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, জমিটি দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু লোকজনের দখলে ছিল। 
আজ উপজেলার বহেড়াতৈল রেঞ্জের বগা প্রতিমা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা বন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল রনী এবং টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ।
ইউএনও আব্দুল্লাহ আল রনী জানান, উদ্ধার করা জমিতে ১১ হাজার বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শাল, চিকরাশি, পিতরাজ, জারুল, পলাশ, লোহাকাঠ, কড়ই, আমলকি, হরীতকী, বহেড়া ও নিম প্রজাতির চারা। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো জানান, বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স