ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এসএনএন জানিয়েছে, তেহরান ইসরায়েলের দিকে ‘শেষ দফা’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের ওপর যুদ্ধবিরতি আরোপ করা হয়েছে। তবে ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতি গ্রহণের কথা ঘোষণা করেনি।
আবার অন্যদিকে ইরানও স্পষ্ট করে কিছু বলেনি। এর আগে ইসরায়েল জানায়, তারা ইরান থেকে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঢেউ শনাক্ত করেছে, যার ফলে দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ার শেভায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেন, যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে। এর কিছুক্ষণ আগেই ইরানের রাষ্ট্র-সমর্থিত গণমাধ্যম জানায়, তারা ইসরায়েলের দিকে তাদের ‘শেষ ধাপে’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
মার্কিন সময় রাত ১টার দিকে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর। অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না!’ ট্রাম্পের ঘোষিত সময়সীমা ঘনিয়ে আসার আগে ইরান নতুন করে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এক্সে (সাবেক টুইটার) স্থানীয় সময় ভোর ৪টা ১৬ মিনিটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি লেখেন, ‘এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক কার্যক্রম বন্ধের চুক্তি হয়নি। তবে যদি ইসরায়েল তেহরান সময় ভোর ৪টার মধ্যে তাদের আগ্রাসন বন্ধ করে, তাহলে আমরা আর প্রতিক্রিয়া জানাব না।
তার এ বিবৃতির ঠিক আগেই ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া এক এক্সক্লুসিভ ফোন সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি চিরস্থায়ী হবে।’
পরে ট্রুথ সোশ্যালে আরেকটি পোস্টে ট্রাম্প বলেন, ‘সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে, আমি ইসরায়েল এবং ইরান– উভয় দেশকে অভিনন্দন জানাই। তারা সাহস, ধৈর্য এবং বুদ্ধিমত্তার মাধ্যমে শেষ করেছে এই ১২ দিনের যুদ্ধ।’ তবে ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির সময়সীমা মেনে নেওয়ার কথা স্বীকার করেনি।
সূত্র : বিবিসি নিউজ বাংলা