গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে উত্তেজনা চলমান। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গতকাল রবিবার বিকেলে কেন্দ্রীয় ৩নেতার সমন্বয়ে সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যে বলেন, গাজীপুরে নতুন আহ্বায়ক কমিটি নিয়ে উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে কালিয়াকৈরে আহ্বায়ক কমিটি। এনিয়ে ঢাকা বিভাগের সাংগঠনিক টিমের সাথে দ্রুত কথা বলে প্রিয় নেতা তারেক জিয়ার সাথে সার্বিক আলোচনা করে এর সমাধান ইনশাআল্লাহ অচিরেই করা হবে।
এসময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষায়ক সম্পাদক হুমায়ুন কবির খাঁন , কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান প্রমুখ।
এসময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষায়ক সম্পাদক হুমায়ুন কবির খাঁন , কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান প্রমুখ।
কালিয়াকৈরের ঐক্যের সমাবেশে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির হাজার হাজার নেতা কর্মী বিভিন্ন দলীয় স্লোগান সহকারে মিছিল নিয়ে উপস্থিত হন।
সোহরার হোসেন
গাজীপুর প্রতিনিধি