ঢাকা | বঙ্গাব্দ |

ডিসেম্বরে নির্বাচন দিয়ে সসম্মানে যেতে পারেন : খন্দকার মোশাররফ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
অন্তর্বর্তী সরকারে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ।

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনাসভায় এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টার উদ্দেশে খন্দকার মোশাররফ বলেন, ১৬ বছর যাবৎ জনগণ ভোটের অধিকার পায় না। ডিসেম্বরে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে যেতে পারেন।


ঐকমত্যের জন্য প্রধান উপদেষ্টা আবারও দ্বিতীয়বারের মতো আলোচনা শুরু করবেন। এই আলোচনায় বিএনপি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি আলোচনায় যাবে, কিন্তু গেলেই বা কী করা যাবে। মিনিমাম যে সংস্কারে সব রাজনৈতিক দলগুলো একমত আছে, তা নিয়ে নির্বাচনমুখী হন।

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স