ঢাকা | বঙ্গাব্দ |

বগুড়ায় বৈষম্যবিরোধীর নেতা ফাহাদকে অব্যাহতি

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
নানা অনিয়মের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখার সংগঠক আল ফাহাদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংগঠনের মুখ্য সংগঠক আজিম উদ্দিন স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশ ও অব্যাহতি আদেশে বলা হয়েছে, আল ফাহাদের বিরুদ্ধে আদমদীঘি উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যা দৈনিক কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।


এ কারণে আগামী সাত দিনের মধ্যে জেলা কমিটির প্রধানের নিকট লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা প্রদান করতে এবং সংগঠন থেকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না জানতে চেয়ে সংগঠনের আহ্বায়ক মাহামুদুল হাসান ও সদস্য সচিব সাকিব খান নির্দেশ প্রদান করেছেন। 
 
সেইসঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে পূর্ববর্তী মৌখিক সতর্কতা অমান্যের প্রেক্ষিতে বগুড়া জেলা কমিটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত তাকে সংগঠনের সকল দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করেছেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব সময় অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থেকেছে এবং ভবিষ্যতেও ন্যায়, স্বচ্ছতা ও নীতিনিষ্ঠতা বজায় রেখে তার কর্মকাণ্ড চালিয়ে যাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আল ফাহাদ বলেন, ‘নোটিশ পেয়েছি।


দ্রুতই জবাব দিবো। আমার বিরুদ্ধে শিক্ষকের কাছে চাঁদা দাবি করার অভিযোগটি সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। তাছাড়া জন্ম সনদের বয়স কমানোর বিষয়ে টাকা নেওয়ার জন্য যে অভিযোগ তোলা হয়েছে, তা সঠিক হলেও পরবর্তীতে ওই যুবকের কাজ না হওয়ায় সম্পন্ন টাকা ফেরত দেওয়া হয়েছিল। অথচ স্থানীয় বেশ কিছু ছাত্র আমার বিরুদ্ধে আবারো ওই অভিযোগ তুলেছেন।

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স