নিম্নচাপের কারণে তিন দিন বন্ধ থাকার পর অবশেষে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে জেলা সদরসহ সারা দেশের নৌযান চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে দ্বীপটির সঙ্গে নৌ-যোগাযোগ শুরু হয়।
হাতিয়ার স্থানীয় বাসিন্দারা জানায়, বৈরী আবহাওয়ার জন্য নৌ যোগাযোগ বন্ধ থাকায় গত তিন দিন হাতিয়ার মানুষ কষ্ট করেছে। চেয়ারম্যান ঘাটে গত তিন দিন ৪টি মরদেহ আটকে ছিল।
পরে বিশেষ ছাড়ে সরকারি নৌযানে ৪টি মরদেহ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। নৌ যোগাযোগ চালু হওয়ায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উঁচু জোয়ার দেখা দেয়। সমুদ্র উত্তাল থাকায় গত বুধবার সকাল থেকে হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
নিম্নচাপ কেটে যাওয়ায় তিনদিন পর শনিবার সকাল ৮টা থেকে হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ শুরু হয়।