ঢাকা | বঙ্গাব্দ |

রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে কন্ট্রোল রুম চালু

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

আকস্মিক অতিবৃষ্টির কারণে রাজধানীতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে স্থানীয় সরকার বিভাগ।

শুক্রবার (৩০ মে) স্থানীয় সরকার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, আকস্মিক অতিবৃষ্টির কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

কাকরাইলের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কনফারেন্স রুমে স্থাপিত কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক হাসান মো. আল মাসুদ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জলাবদ্ধতা নিরসনে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মাহবুবা আইরিন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসনে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. ফিরোজ মাহমুদ।

এতে আরো জানানো হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ নিজ নিজ অধিক্ষেত্রে অবস্থান করে পরিদর্শন করবেন এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুততম সময়ে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করবেন।


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স