ঢাকা | বঙ্গাব্দ |

নির্বাচন যত দেরি হবে সংকট তত গভীর হবে

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন দিতে যত দেরি হবে, দেশে সংকট ততই গভীর হবে। এ জন্য আমাদের দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। গণতন্ত্রের পথে যেতে হবে।

গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অগণতান্ত্রিকভাবে যেই ক্ষমতায় থাকুক না কেন, একটা পর্যায়ে টিকে থাকা ও ক্ষমতা অব্যাহত রাখার জন্য মিডিয়াকে চাপের মধ্যে রাখতে চায়। এটা আমাদের স্বীকার করতেই হবে। গণতান্ত্রিক পরিবেশ না থাকলে মিডিয়াকেও চাপের সম্মুখীন হতে হয়, যা দেশের জন্য ভালো ফল বয়ে আনে না। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্রের পক্ষে, গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার পক্ষে।

যার মধ্যে মিডিয়ার স্বাধীনতাও অন্তর্নিহিত। এর কোনো বিকল্প নেই।


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স