ঢাকা | বঙ্গাব্দ |

চাঁদপুরে ৩ কোটি টাকা মূল্যে চিংড়ি রেণু জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : May 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

চাঁদপুরের মেঘনা নদীতে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে প্রায় তিন কেটি টাকা মূল্যের গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে।

আজ রবিবার (২৫ মে) ভোরে মেঘনা নদীর কোদালপুর এলাকায় একটি ট্রলারে অভিযান চালিয়ে এসব চিংড়ির রেণু  জব্দ করা হয়। অভিযানে ১৪৫টি ড্রাম ভর্তি ৭২ লক্ষ গলদা চিংড়ির রেণুর সন্ধান পাওয়া যায়।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, ভোলা থেকে মেঘনা নদী দিয়ে  ঢাকার পথে যাচ্ছিল চিংড়ির রেণুর চালান।

গোপন সংবাদে এমন তথ্য পেয়ে কোস্ট গার্ড সদস্যরা তা আটক করে। তবে এ সময় ট্রলারের স্টাফরা পালিয়ে যান।

তিনি আরো জানান, অভিযানে ১৪৫টি ড্রামে থাকা ৭২ লক্ষ রেণু চিংড়ি পাওয়া যায়। অবৈধ নদী থেকে এসব চিংড়ি রেণু সংগ্রহ করে একশ্রেণির জেলে।

পরে তা হ্যাচারিতে বিক্রি করে। জব্দ করা চিংড়ির রেণু চাঁদপুরের ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়। 



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স