ঢাকা | বঙ্গাব্দ |

ট্রেনে ঈদ যাত্রার ৪ জুনের টিকিট মিলছে আজ

  • নিউজ প্রকাশের তারিখ : May 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
আগামী ৭ জুনকে ঈদুল আজহার দিন ধরে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ রবিবার মিলছে আগামী ৪ জুনের টিকিট। সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট পাওয়া যাচ্ছে। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
রেল সূত্র জানায়, এবার শুধুমাত্র ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি।
গত ২১ মে থেকে শুরু হয়েছে টিকিট বিক্রির কার্যক্রম। ওই দিন ৩১ মে’র ট্রেনের আসন বিক্রি হয়। গতকাল শনিবার ২৪ মে ৩ জুনের টিকিট বিক্রি করা হয়েছে।
আজ ২৫ মে বিক্রি হচ্ছে ৪ জুনের টিকিট। আগামীকাল সোমবার ২৬ মে পাওয়া যাবে ৫ জুনের টিকিট। এ ছাড়া ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।

ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না।

প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স